উজিরপুর গ্রামে ওয়াল ভেঙ্গে পড়ে এক ঘরে দুই ছেলের করুন মৃত্যু
বানিয়াচং উপজেলা ৮নং খাগাউড়া ইউনিয়নের উজিরপুর গ্রামের এক ঘরের দুইটি ছেলে মৃত্যু হয়। ঘটনা সূত্রে জানা যায় সুকেরা বেগমের ছেলে রাজু মিয়া (১৬) ও পরকাশ মিয়া পুত্র অলি মিয়া (১৬) কিছু দিন আগে রাজ মিস্ত্রীর কাজের জন্য কুমিল্লা যায় । তারা কুমিল্লা পৌরসভা ড্রেইন বানানো কাজ পায় কাজ করতে করতে ২৮=০৬-২০১৬ ইং তারিখে ড্রেইনের গর্ত ডালাই করতে গিয়ে হঠাৎ করে উপর থেকে সাইটের ওয়াল ভেঙ্গে পড়ে। তাদের উপর তখন তারা উঠতে না পারায় মৃত্যু হয়।