Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Monthly meeting

  8নং খাগাউড়া  ইউনিয়ন পরিষদ

                                       বানিয়াচং, হবিগঞ্জ।

                                        ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভার কার্যবিবরণী।

 

সভাপতি  : হাজী মোঃ মুজিবুর রহমান, 8নং খাগাউড়া ইউনিয়ন পরিষদ ,বানিয়াচং, হবিগঞ্জ।

তারিখ    : 15-২-২০১৩ইং সকাল ১০.০০ ঘটিকা।

স্থান      : ইউনিয়ন পরিষদ সভা কক্ষ।

সভায় উপস্থিত সদস্য বৃন্দ : ছায়ালিপী সংযুক্ত।  

 

উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভাপতি মহোদয় সভার কাজ শুরম্ন করেন।

সভার শুরম্নতেই ১,২,ও ৩নং সংরÿÿত মহিলা সদস্য  মির্জা আছিয়া কতৃর্ক অত্র ইউ/পি চেয়ারম্যান হাজী মোঃ মুজিবুর রহমান এর বিরম্নদ্ধে যে মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মানহানীকর বক্তব্য বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রকাশ করেছে এবং নারী ও শিশু নির্যাতন কোর্টে যে, মিথ্যা মামলা দায়ের করেছে তাহার বিরম্নদ্ধে নিন্দা প্রসত্মাব আনা হয় এবং নিন্দা জ্ঞাপন করা হয়।

 

১. সভায় গত সভার পাঠ পঠিত হয় এবং তাহা অনুমোদিত হয়।

 

২. স্থানীয় সরকার বিভাগ (প্রকৌশল অধিদপ্তর) :এ বিভাগের কোন কর্মকর্তা/কর্মচারী উপস্থিত না থাকায় সে বিষয়ে কোন আলোচনা হয় নাই।

সিদ্ধামত্ম: আগামী সভায় উপস্থিত থাকার জন্য কর্মকর্তা/কর্মচারীর প্রতি অনুরোধ জানানো হল।

বাসত্মবায়নে: 8নং ইউ/পি সচিব।

 

৩.স্থানীয় সরকার বিভাগ (জনস্বাস্থ্য):এ বিভাগের কোন কর্মকর্তা/কর্মচারী উপস্থিত না থাকায় সে বিষয়ে কোন আলোচনা হয় নাই।

সিদ্ধামত্ম:আগামী সভায় উপস্থিত থাকার জন্য কর্মকর্তা/কর্মচারীর প্রতি অনুরোধ জানানো হল।

বাসত্মবায়নে:8নং ইউ/পি সচিব।

 

৪.কৃষি বিভাগ:সভায় কৃষি বিষয় আলোচনা হলে জানা যায় কৃষিÿÿত্রের সার্বিক অবস্থা ভাল।

সিদ্ধামত্ম:যে কোন সমস্যা সমাধানের জন্য উপ সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য বলা হইল।

বাসত্মবায়নে:উপ সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ।

 

৫. শিÿা বিভাগ: এ বিভাগের কোন কর্মকর্তা/কর্মচারী উপস্থিত না থাকায় সে বিষয়ে কোন আলোচনা হয় নাই।

সিদ্ধামত্ম:আগামী সভায় উপস্থিত থাকার জন্য কর্মকর্তা/কর্মচারীর প্রতি অনুরোধ জানানো হল।

বাসত্মবায়নে:8নং ইউ/পি সচিব।

 

৬. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ:সভায় স্বাস্থ্য কর্মকর্তা স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন। আলোচনামেত্ম জানা যায় অত্র ইউনিয়নের 1টি কমিউনিটি ক্লিনিক ভালভাবে চলছে। প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ ব্যবস্থা প্রদান করিতে বিদ্যুৎ বিভাগ সম্মতি জানিয়েছে। তকবাজখানী কমিউনিটি ক্লিনিকের সভাপতি উক্ত কমিউনিটি ক্লিনিকে একটা সিলিং ফ্যান দেওয়ার জন্য সভায় উপস্থাপন করেন।

সিদ্ধামত্ম:ইউনিয়ন পরিষদের বাজেট প্রাপ্তি সাপেÿ তকবাজখানী কমিউিনিটি ক্লিনিকে ১টা ফ্যান দেওয়ার জন্য সভায় সিদ্ধামত্ম গৃহীত হয়।

বাসত্মবায়নে:8নং  ইউ/পি চেয়ারম্যান।

 

৭. মৎস্য বিভাগ:এ বিভাগের কোন কর্মকর্তা/কর্মচারী উপস্থিত না থাকায় সে বিষয়ে কোন আলোচনা হয় নাই।

সিদ্ধামত্ম:আগামী সভায় উপস্থিত থাকার জন্য কর্মকর্তা/কর্মচারীর প্রতি অনুরোধ জানানো হল।

বাসত্মবায়নে: ইউ/পি সচিব।

 

৮. সমাজ সেবা বিভাগ:সভায় সমাজসেবা বিভাগের কর্মকর্তা জানান যে, তার কর্যক্রম ভালভাবে চলছে। নতুন কোন ভাতা বরাদ্ধ হয় নাই।

৯. আইন শৃংখলা বিভাগ:ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা ও দলনেত্রী সভায় জানান যে, আইন শৃংখলার অবস্থা মোটামোটি ভাল। তবে তিনি অত্র ইউ/পি এর ১,২,ও ৩নং সংরÿÿত আসনের মহিলা সদস্য মির্জা আছিয়া কতৃক মিথ্যা মামলা ও অযথা হয়রানীর বিষয়টি উর্দ্ধতন কতৃপÿÿর দৃষ্টি আকর্ষনের জন্য এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সভায় উপস্থাপন করেন।

 

সিদ্ধামত্ম:উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপনের সিদ্ধামত্ম গৃহীত হয়।

বাসত্মবায়নে:আনসার ভিডিভি দলনেতা ও দলনেত্রী এবং ইউ/পি চেয়ারম্যান।

 

১০. পলস্নী উন্নয়ন বিভাগ:এ বিভাগের কোন কর্মকর্তা/কর্মচারী উপস্থিত না থাকায় সে বিষয়ে কোন আলোচনা হয় নাই।

সিদ্ধামত্ম: আগামী সভায় উপস্থিত থাকার জন্য কর্মকর্তা/কর্মচারীর প্রতি অনুরোধ জানানো হল।

বাসত্মাবায়ন:ইউ/পি সচিব।

 

১১. প্রাণী সম্পদ বিভাগ: প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা জানান যে, একমাত্র কর্মী থাকায় তাহার পÿÿ ১৫টি ইউনিয়ন একযোগে কাজ করা কঠিন। তাই তিনি সভায় জানান যে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় গভাদী পশুর ভ্যাকসিন কেম্পেইন স্থাপন করার জন্য অনুরোধ করেন।

সিদ্ধামত্ম:                 দিনে 8নং ইউ/পি কার্যালয়ে ভ্যাকসিন কেম্পেইন স্থাপনের  সিদ্ধামত্ম গৃহীত হয়।

বাস্থবায়নে:পশু সম্পদ কর্মকর্তা ও ইউ/পি সদস্য সদস্যাবৃন্দ।

 

১২. সভায় সমাজভিত্তিক সংগঠনের প্রতিনিধি জানান যে, অত্র 8নং ইউনিয়ন পরিষদের অমত্মর্গত সমাজভিত্তিক সংগঠনের কার্যক্রম ভালভাবে চলছে। পরে সভায় অত্র ইউ/পি আওতাভূক্ত কয়টি সংগঠন রহিয়াছে তাহার তালিকা প্রনয়নের জন্য সভায় আলোচনা করা হয়।

সিদ্ধামত্ম:অত্র ইউ/পি এর আওতাভূক্ত সমাজভিত্তিক সংগঠন গুলোর তালিকা প্রনয়ন করে ইউ/পিতে জমা দেওয়ার জন্য সিদ্ধামত্ম গৃহীত হয়।

বাসত্মবায়নে:সমাজভিত্তিক সংগঠনের প্রতিনিধি।

 

১৩. সভায় এনজিও প্রতিনিধি হেলাল আহমেদ  জানান যে, অত্র ইউনিয়নের এনজিও ভিত্তিক কর্যক্রম ভালভাবে চলছে।

 

১৪. বিবিধ:

(   ) সভায় কাজী সাহেব বাল্য বিবাহ সম্পর্কে আলোচনা করেন। আলোচনামেত্ম জানা যায় ২১ বছরের নীচে ছেলে এবং ১৮ বছরের নীচে মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না পারে সে বিষয়ে উপস্থিত সভার সকলকে অবিহিত করেন।

 

সিদ্ধামত্ম:বাল্য বিবাহ বন্ধের জন্য সভায় উপস্থিত সদস্যবৃন্দ একমত  পোষন করেন।  

বাসত্মবায়নে:কাজী সাহেব এবং ইউ/পি সদস্যবৃন্দ।

পরিশেষে সভাপতি মহোদয় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।

 

           হাজী মোঃ মুজিবুর রহমান

      চেয়ারম্যান

    8নং খাগাউড়া ইউপি

        বানিয়াচং, হবিগঞ্জ।

 

স্মারক নং                                                                                                        তারিখ:

 

 

অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হল।

১। মাননীয় জেলা প্রশাসক হবিগঞ্জ।

২। উপজেলা নির্বাহী অফিসার, বানিয়াচং, হবিগঞ্জ।

৩। উপজেলা প্রকৌশলী বানিয়াচং, হবিগঞ্জ।

৪। উপজেলা প্রাথমিক শিÿা অফিসার, বানিয়াচং, হবিগঞ্জ।

৫। -----------------------------------------সদস্য  8নং খাগাউড়া ইউনিয়ন পরিষদ ,বানিয়াচং, হবিগঞ্জ।